• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:৪৩:৩৬ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:৪৩:৩৬ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

২৫ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩২:৫৯

ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৩। ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টার দিকে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়।

শুরুতেই শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে ‘ফার্মেসি স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে গিয়ে শেষ হয়ে।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার, প্রভাষক রেহনুমা তানজিন ও রসূল করিম।

র‍্যালি শেষে বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ননীফল, শ্বেতচন্দন, অ্যাভোক্যাডোসহ ১০টি ঔষধি বৃক্ষরোপণ করা হয়। পরে কেক কাঁটা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলো বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইবি শাখা।

দিবসটি উপলক্ষে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার বলেন, আগে মনে করা হতো ফার্মাসিস্টরা শুধু ঔষুধ তৈরি করে, তবে এখন তাদের হেলথ সিস্টেমের ভেইনগার্ড বলা হয়। তাই ফার্মাসিস্টরা বর্তমানে সরাসরি পেশেন্টদের সঙ্গে জড়িত। ঔষধের সংরক্ষণ, রোগীদের কাউন্সিলিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে ফার্মাসিস্টরা অবদান রাখছেন।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে বিশ্বে দিবসটি পালন শুরু হলেও বাংলাদেশে এই দিবসটি পালন শুরু হয় ২০১৪ সাল থেকে। ইবিতে দিবসটি ২০১৮ সালে প্রথমবারের মতো পালিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৪৩:২৫







কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৫ অক্টোবর
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:১৫

মিয়ানমার থেকে গুলিবর্ষণ, সরাসরি টেকনাফ বন্দরে আঘাত
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩০:১৪