তিতুমীর কলেজ প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তিতুমীর কলেজ ছাত্রদল মানববন্ধনের আয়োজন করেছে৷ ১০ ডিসেম্বর মঙ্গলবার কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
মানববন্ধনে তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, দেশের শিক্ষার্থীদের মাঝে সমঅধিকার নিশ্চিত করতে হবে। সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল বিশ্বাস করে, দেশের মানুষের অধিকার নিশ্চিত হবে, এদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না, রাতের অন্ধকারে আর কোনো ভাইকে তুলে নিয়ে যাওয়া হবে না৷
এসময় তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ইমদাদ বলেন, ৫ আগস্টের পর আমরা পেয়েছি নতুন স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতার কথা মনে পড়লে আমাদের মনে পড়ে যায় জুলাইয়ে হাজার হাজার ছাত্রজনতার আত্মদানের ইতিহাস৷ আমরা চাই না এদেশে আর কোনো মানবাধিকার লঙ্ঘন হোক, আর কোনো সৈরাচার তৈরি হোক, এদেশে আর কোনো নির্যাতন, নিপীড়ন তৈরি হোক৷ আমরা বিগত ফ্যাসিস্ট আমলে যারা গুমের শিকার হয়ছে তাদের সন্ধান চাই, আমরা গুম-খুনের অপরাধের সাথে জড়িতদের অনতিবিলম্বে বিচারের দাবি জানাচ্ছি৷
মানববন্ধনে বক্তারা বিগত পনের বছরে হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available