স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজ ড্র করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাদের পার্ফমেন্সে খুশি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। তিনি নারী ক্রিকেটারদের জন্য ঘোষনা করেছেন ৩৫ লাখ টাকা অর্থমূল্যের পুরস্কার।
২৩ জুলাই রোববার টিম হোটেলে নারী দলের সঙ্গে দেখা করে তিনি এ বোনাস ঘোষণা করেন। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা বোনাস ঘোষনা করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। এছাড়া ভারত সিরিজের ভালো পারফর্মারদের আলাদা করে দিয়া হয়েছে ১০ লাখ টাকা বোনাস।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পক্ষে প্রথমবারের মতো আর্ন্তজাতিক সেঞ্চুটি করেন ফারজানা হক পিংকি। তাকে দেয়া হয়েছে ২ লাখ টাকা বোনাস।
সাধারণত বাংলাদেশ ক্রিকেট দলের বড় কোন বিজয়ে বোনাস বা পুরস্কার দেয়া হয়। বিসিবি সবসময় ক্রিকেটারদের মাঠের অবদানকে বড় করে দেখে। এরই ধারাবাহিকতায় এবার পুরস্কৃত করা হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।
ভারতের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশের মেয়েরা। এটি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। তবে পরের ম্যাচে জয় নিয়ে সমতায় ফেরে ভারত। সিরিজ নির্ধারণী ম্যাচটি টাই হওয়ায় ভাগাভাগি হয় ট্রফি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available