• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩০:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩০:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৪ কেজি বিস্ফোরক উদ্ধার: আটক ১

২৫ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১০:৪৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৪ কেজি বিস্ফোরক উদ্ধার: আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫), সিপিসি-১ এর বিশেষ অভিযানে ৪ কেজি বিস্ফোরকসহ (গান পাউডার) ১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৪ কেজি বিস্ফোরক দ্রব্য (গান পাউডার), ৩ টি খালি জর্দার কৌটা, ২ সেমি সাইজের ২৫০ গ্রাম লোহার পেড়েক, ৯০ পিচ ভাঙা ব্লেডের টুকরা জব্দ করা হয়। আটকের নাম  মো. মিজানুর রহমান মিজান (২৫)। সে জেলার গোমস্তাপুর থানার হোগলা গ্রামের জনৈক সাদিরুল ইসলামের পুত্র। গণমাধ্যমে পাঠানো র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করা হয়।

জানা যায়, র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ জুন মঙ্গলবার বেলা ১ টায় জেলার সদর থানার রানীরহাটি ইউপিনয়নের ঘোড়াপাখিয়া গ্রামে অভিযান চালায়। কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে মুগ্ধ এন্টারপ্রাইজের সামনে থেকে বিস্ফোরকসহ মিজানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বাজারের ব্যাগে ৪ কেজি বিস্ফোরক দ্রব্য (গান পাউডার), ৩ টি খালি জর্দার কৌটা, ২ সেমি সাইজের ২৫০ গ্রাম লোহার পেড়েক, ৯০ পিচ ভাঙা ব্লেডের টুকরা জব্দ করা হয়।

সম্প্রতি সময়ে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে হত্যাসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও আশপাশের এলাকায় র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। সে গোয়েন্দা তৎপরতারই অংশ হিসেবে র‌্যাবের এ অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিজানুর জানায়, ককটেল তৈরির উদ্দেশ্যে সে এসব সরঞ্জাম সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩