• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:০৭:৩৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:০৭:৩৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাতারগুলে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু

৬ জুন ২০২৪ সকাল ০৮:৪০:৪০

রাতারগুলে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটিতে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু, জনসচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ করা হয়েছে। ৫ মে বুধবার নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে র‍্যালি ও সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুপুর ১টায় র‍্যালি শেষে রাতারগুল পর্যটন এবং জাফলং পর্যটনকেন্দ্রে জনসচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ করা হয়েছে। এ সময় স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে রাতারগুলের নৌকাগুলোতে পরিবেশবান্ধব বেতের তৈরি মিনি ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রেঞ্জ কর্মকর্তা সালাউদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন- রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি মো. মাহবুবুল আলম, ইউএসএআইডি ইকোসিস্টেম প্রতিবেশ অ্যাক্টিভিটির রিজিওনাল কো-অর্ডিনেটর মো. আশরাফুল আলম।

পরে বিকাল ৫টায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত জাফলং পর্যটন স্পটে জনসচেতনতা সৃষ্টিতে র‍্যালি ও পথসভা করা হয়েছে। র‍্যালিতে জাফলংয়ের পর্যটন ব্যবসায়ী, নৌকা চালক ও মালিকরা অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ইসিএ গেজেটভুক্ত পরিবেশগতভাবে সংকটাপন্ন জাফলংয়ের ১৪ দশমিক ৩৫ হেক্টর এলাকাসহ সমগ্র পর্যটন এলাকায় পরিবেশ দূষণ প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।

এলাকার পরিবেশ ও প্রতিবেশ নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। ইসিএ ঘোষিত এলাকা হিসেবে জারিকৃত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গৃহীত হয়েছে বলেও জানান প্রশাসনের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩