বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবেশবাদী যুব সংগঠন গ্রীণ ভয়েস বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শতাধিক গাছ রোপণ করবার কর্মপরিকল্পনাকে সামনে রেখে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করছে।
৮ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের দক্ষিণ দিকে সোহরাওয়ার্দী হলের সামনের রাস্তার পার্শ্ব দিয়ে ওই বৃক্ষরোপণ কর্মসূচি পালন শুরু হয়।
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের কর্মসূচি উপলক্ষে প্রথম দিন ১০টি গাছের চারা রোপণ করা হয়েছে। গাছগুলো হলো নিম, বহেরা, হরিতকি, অর্জুন, আমলকি এবং তেঁতুল।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। এ সময় উপস্থিত ছিলেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. পারভেজ আনোয়ার, উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. আয়শা আক্তার, ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সব্যসাচী। এছাড়াও গ্রীণ ভয়েস সংগঠনের সভাপতি বকুল আলী এবং সাধারণ সম্পাদক রাকিব কাওছারসহ সংগঠনের একাধিক কর্মী উপস্থিত ছিলেন।
গ্রীণ ভয়েসের সভাপতি বকুল আলী জানান, চলতি বছরের তীব্র তাপদাহ আমাদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। আর এই তাপদাহ ও পরিবেশ বিপর্যয় থেকে উত্তরণের জন্য একমাত্র সমাধান বৃক্ষরোপণ। পরিবেশ যে সম্পদ এবং সেই সম্পদকে সংরক্ষণ করতে হবে, এই সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available