নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদ ও আন্দোলনে আহতদের স্মরণে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
২৪ আগস্ট শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের উপস্থিতিতে উপজেলা পরিষদের প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা ক্যাম্পাসসহ রাস্তার পাশের বিভিন্ন স্থানে নিম, অর্জুন, কৃষ্ণচূড়া, বট, কাঠগোলাপসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
এ সময় কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান, উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, উপদেষ্টা মো. রাজিব হোসেন, উপদেষ্টা মো. আবু জাফরসহ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বলেন, স্বৈরাচারের ছত্রছায়ায় বেড়ে ওঠা বুনো বৃক্ষের স্থলাভিষিক্ত হোক নিম, অর্জুন,ঝাউ, কৃষ্ণচূড়া ও কাঠগোলাপ। আমরা আমাদের বাঁচাতে ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বেশি বেশি গাছ রোপণ করব।
আরেক উপদেষ্টা মো. আবু জাফর বলেন, দেশ সংস্কারের কাজে শিক্ষার্থীদের চর্চা অব্যাহত রাখতে আমাদের এ আয়োজন। সরকারের কাছে জোর দাবি শিক্ষাক্রমের পাঠ্য বইতে ২৪ এর গণ অভ্যুণ্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে যাতে আমাদের দেশে যুগে যুগে এমন বিপ্লবী ছাত্র জনতা জন্মায় এবং সকল দুর্নীতি ও অনিয়মের কবর রচনা করে।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন বলেন, আমি স্বাগত জানাই বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে তাদের এই মহৎ উদ্যোগের। এখন ছাত্ররা যা করছেন এটা অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এ কাজ অব্যাহত রাখারও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, একটি দেশের ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার, আর এখন যেহেতু বর্ষার সিজন তাই বৃক্ষ রোপণের উপযোগী সময়। আমাদের ছাত্রছাত্রীরা যে উদ্যোগ নিয়েছে তাদের এই উদ্যোগের সাধুবাদ জানাই। কর্মসূচি শেষে আন্দোলনে নিহত সকল শহিদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available