রংপুর ব্যুরো: ৭৫ বছর বয়সী বৃদ্ধ মায়ের নাম মরিয়ম বেগম। আজ থেকে প্রায় ২৫ বছর পূর্বে তার স্বামী মোজাব উদ্দিন মারা যাওয়ায় সন্তানদের নিয়ে কষ্টে কাটছিলো দিন। তার ঘরের এক ছেলে মফিজার রহমান ও এক মেয়ে মঞ্জুয়ারা বেগম। অন্য ঘরের ছেলে মিজানুর রহমান। দুই ছেলে মফিজার রহমান ও মিজানুর রহমান সুকৌশলে মায়ের স্থাবর অস্থাবর সব সম্পত্তি লিখে নেয়। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামে।
এরপর থেকেই বৃদ্ধ মায়ের সাথে চলে অমানবিক নির্যাতন। একবেলা খাবারও ঠিকমতো খেতে দেয়নি। বৃদ্ধ মা নিরুপায় হয়ে গ্রামের লোকজনসহ বিচার সালিশের মাধ্যমে তাকে তার ছোট ছেলে মিজানুরের কাছে রাখা হয়। এভাবে কিছুদিন ভালোই চলছিলো, হঠাৎ করেই ছোট ছেলে মিজানুর ও নাতিরা মিলে বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
অসহায় বৃদ্ধ মা এখন পাশের একটি গ্রামের অন্যের বাড়ির বারান্দায় আশ্রয় নেন এবং সেখানেই গ্রামের লোকজন চাল উত্তোলন করে খাবার ও থাকার ব্যবস্থা করে দেন। এ ঘটনায় বৃদ্ধ মা মরিয়ম বেগম আদালতের শরণাপন্ন হতে চান এবং ওই ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তি চান৷ তবে মেয়ের প্রতি তার কোনো অভিযোগ নেই।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, বৃদ্ধ মায়ের বিষয়টি জেনেছি, আদালতের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দিয়েছি। আদালতের নির্দেশনা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমিও অবগত আছি। এর পূর্বে বৃদ্ধ মায়ের জন্য সাহায্য সহযোগিতা করা হয়েছিল।
তিনি বলেন, আদালতের নির্দেশনা পেলে ছেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available