• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৭:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৭:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিংগাইরে ঘূর্ণিঝড়ে ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধা নিহত

৬ অক্টোবর ২০২৩ রাত ০৯:৩৯:৩২

সিংগাইরে ঘূর্ণিঝড়ে ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধা নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে ঘূর্ণিঝড়ে ঘরের উপর গাছ পড়ে আমেনা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এছাড়া কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা-পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে শতাধিক গাছপালা। ৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ শাহরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে ঘূর্ণিঝড় তাণ্ডব চালায়। এসময় টিনের ঘরের ওপর গাছ উপড়ে পড়ায় ঘরের চাল ভেঙে ঐ বৃদ্ধারর মৃত্যু হয়। এছাড়া ঝড়ে শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ শাহরাইল, গোপালনগর, কানাইনগরসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা-পাকা ঘর ভেঙে যায়।

শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, দুপুর থেকে ভারী বর্ষণ হচ্ছিলো। সন্ধ্যার দিকে হঠাৎ কয়েক মিনিটের ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক বাড়িঘর ও কয়েকশ গাছ ভেঙে যায়।

সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ঘূর্ণিঝড়ের পরপরই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ করতে বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। খুব দ্রুত ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩