• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৫৩:২২ (15-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৫৩:২২ (15-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবগঞ্জে ব্যবসায়ীর মৃত্যুর পর দোকান দখল, ৩ ছেলে-মেয়ে নিয়ে অসহায় এক মা

১৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:০৬:৪৪

শিবগঞ্জে ব্যবসায়ীর মৃত্যুর পর দোকান দখল, ৩ ছেলে-মেয়ে নিয়ে অসহায় এক মা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ী ও মৌচাক হোটেলের মালিক দুরুল হোদা নিহত হওয়ার পর তার টেলিকমের একটি দোকান দখল নেয় তার ভাই-ভাতিজারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় নিহত ব্যবসায়ী দুরুল হোদার স্ত্রী-সন্তানরা বুঝে পেলেও নানারকম ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে দখলকারীরা। এ ঘটনায় তিন ছেলে-মেয়েকে নিয়ে অসহায় ও নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন নিহত দুরুল হোদার স্ত্রী নুরজাহান খাতুন।

জানা যায়, ৩১ অক্টোবর সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিবগঞ্জ মৌচাক হোটেল ও নিরব টেলিকমের মালিক দুরুল হোদা। তিনি নিহত হওয়ার পরই হোটেল ও নিরব টেলিকম দোকান দখলে নিয়ে তালা দেয় তার ভাই কবীর, রুহুল, ভাতিজা রানাউল ইসলাম শাহনাজ ও শাকিল। মৃত্যুর কয়েকদিন পর দুরুল হোদার স্ত্রী নুরজাহান তাদের কাছে চাবি চাইতে গেলে উলটো নানারকম হুমকি ও ভয়ভীতি দেখায়।

এ নিয়ে নিহত দুরুল হোদার স্ত্রী নুরজাহান পুলিশ সুপার ও শিবগঞ্জ থানার ওসিকে অভিযোগ দিলে ৬ ডিসেম্বর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি ও সহযোগিতায় তালা ভেঙে দোকানে প্রবেশ করে নুরজাহান।

এসময় নুরজাহানের ভাগনেকে বেধড়ক মারধর ও জখম করে অবৈধ দখলকারীরা। পরে আহতের স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এনিয়ে নুরজাহান ও তাদের স্বজনরা থানায় মামলা করতে গেলে সেখানেই হুমকি দেয় দখলকারীরা।

ভুক্তভোগী নুরজাহান খাতুন বলেন, আমার স্বামী মৃত্যুর পরপরই তার ভাই ও ছেলেরা অবৈধভাবে নিরব টেলিকমের দোকান দখলে নেয়। তাদের কাছে চাবি চাইলে উলটো আমাদেরকেই নানারকম ভয়ভীতি ও হুমকি দেয়। পরে এসপি মহোদয়কে অভিযোগ দিলে তাদের সহযোগিতায় দেকানঘর বুঝিয়ে পেয়েছি। কিন্তু এরপরেও আমাদের উপর নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে তারা। বর্তমানে তিন ছেলে-মেয়েদের নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।

নুরজাহানের ভাই জাকির হোসেন জয় জানান, বোন ও ভাগ্নে-ভাগ্নীদের চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছি৷ প্রতিনিয়ত কবীর, রুহুল, রানাউল ইসলাম শাহনাজ ও শাকিল তাদের লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের লক্ষ্যই হলো যেকোনো মূল্যে আমাদের দোকান নিবে। এক ভাগনেকে বেধড়ক মারধর করা হলেও মামলা করতে পারিনি ভয় ও আতঙ্কে। কারণ তারা থানার মধ্যেও আমাদেরকে ওসির সামনে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে।

অভিযোগ অস্বীকার করে নিহত দুরুল হোদার ভাতিজা রানাউল ইসলাম শাহনাজ বলেন, চাচার কাছে ২৭ লাখ টাকা পাওনা রয়েছে। যার কারণে দোকানঘরে তালা দিয়েছিলাম। কিন্তু তার আগেই পুলিশ-আর্মি নিয়ে এসে তালা ভেঙে দোকানে প্রবেশ করেছে আমার চাচি ও তার লোকজন। তবে তাদেরকে কোনো ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়নি। পাওনা টাকার কোন প্রমাণ রয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এর কোন ডকুমেন্টস নেই।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বর্তমানে নিহত দুরুল হোদার স্ত্রীর দখলে রয়েছে নিরব টেলিকমের দোকান। তবে এনিয়ে বৃহস্পতিবার ১২ ডিসেম্বর পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
১৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭:৫৮


ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
১৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:৫২



জাজিরায় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৫:৩৮


বিসিসিএমইএর বিশেষ সাধারণ সভা
১৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২১:৫৯