রাঙামাটি প্রতিনিধি: কয়েকদিনের টানাবর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যাতায়াতের সড়ক ডুবে রাঙামাটির সাজেকে অন্তত ২৫০ শতাধিক পর্যটক আটকা পড়েছে। পাহাড়ি ঢলের পানিতে সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং ও বাঘাইহাট ডুবে গেছে। এতে করে সাজেকে ঘুরতে যাওয়া পর্যটকরা আটকে পড়েছে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার।
সাজেক হিলভিউ কটেজের স্বত্বাধিকারী ইন্দ্র চাকমা জানান, সাজেক-বাঘাইহাট সড়কে পানি উঠায় সাজেকে বেড়াতে আসা পর্যটকগণ খাগড়াছড়িতে ফিরতে পারছেন না। সাজেক কটেজ-রিসোর্ট সমিতির নির্ধারিত নিয়ম অনুযায়ী আটকা পড়া পর্যটকদের জন্য পানি খরচ বাদে রুম ভাড়ায় ছাড় দেওয়া হবে।
বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার জানান, সড়ক থেকে পানি কমে গেলে তাদের ফিরে আনা হবে। ভারী বৃষ্টিপাতে কাচালং নদীর পানি বাড়ায় বাঘাইছড়িতেও বন্যার আশঙ্কা রয়েছে। তবে উপজেলার আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available