নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: তীব্র তাপদাহ, সাথে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ট হয়ে উঠেছেন সাধারণ মানুষ। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে আম, লিচু ও ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাটোরের নলডাঙ্গায় সালাতুল ইসতিসকা অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে।
২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় পৌরসভার সোনাপাতিল মহিলা কলেজ মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করেন এলাকাবাসী।
সালাতুল ইসতিসকার ইমামতি করেন উপজেলার বিপ্রবেলঘরিয়া কেন্দ্রীয় ঈদ গাহ মাঠ গোরস্থান দারুন কোরআন নুরানী হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিংয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। এতে দোয়া ও মোনাজাত করেন নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম ডা. ফজলুর রহমান।
এ সময় মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকটি করেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ আশপাশের শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available