রংপুর ব্যুরো: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত বিতর্কের বিষয় ছিল 'ধর্মীয় সম্প্রীতির মাধ্যমেই দেশের সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব'।
২০ মে সোমবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কবি হায়াত মাহমুদ ভবনের অর্থনীতি বিভাগে এ প্রতিযোগতার আয়োজন করা হয়। এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে যেীথভাবে এর আয়োজন করে ‘৩৬০ ডিগ্রি স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠনগুলো।
আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কারমাইকেল কলেজ বির্তক পরিষদের প্রতিষ্ঠাতা ও ভূতপূর্ব অধ্যাপক মো. শাহআলম মডারেটরের দায়িত্ব পালন করেন।
বিতর্ক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন বেরোবির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, ডিন সামাজিক বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন, সহকারী অধ্যাপক ইতিহাস অভিলাষময় ইশোর ও সিনিয়র প্রোজেক্ট অফিসার মাহামুদা শরিফা।
এ সময় উপস্থিত ছিলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান, বাংলার চোখের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফী, প্রধান টেকনিকাল কোডিনেটর দি এশিয়া ফাউন্ডেশনের শামীমা আক্তার, সাজ্জাদ হোসেন খান, টিম ৩৬০ ডিগ্রি স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সভাপতি মো. মিন্টু মিয়া।
সহযোগিতায় ছিলেন- আমিনুর রহমান, আরিফুল ইসলাম, মমতাজ বেগম, ময়ূরি আক্তার ও জবা রানি। বিতর্ক প্রতিযোগিতায় রংপুর সরকারি কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available