বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী।
১৮ সেপ্টেম্বর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. শাহীনুর ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯ এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. শওকত আলীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বা উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ভাইস-চ্যান্সেলর হিসেবে শওকত আলীর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে এবং তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়া তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ড. শওকত আলী বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে সরকার পতনের পর পরই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন। যার ফলে অভিভাবকশূন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক দফায় দ্রুততম সময়ে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করে। সর্বশেষ তাদের ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচির পরপরই নতুন উপাচার্য নিয়োগ দেয়া হলো। নতুন উপাচার্যের প্রতি সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা। তিনি যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে দ্রুত কাজ শুরু করেন এবং সেশনজট এড়াতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলীর বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available