• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৯:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৯:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বেরোবিতে পালিত হলো ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’

১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৪৩:৪৪

বেরোবিতে পালিত হলো ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দিনব্যাপী পালিত হয়েছে ব্যতিক্রমী এক উৎস, ‘চিঠি উৎসব’।

১৪ ফেব্রুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়কে ‘কথার ভাজে প্রাণে আসুক নতুন পল্লব’, এই শ্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে এই উৎসব পালিত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিল্প ও সাহিত্য সংসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে অংশ নেয়। দিনব্যাপী এই আয়োজনে ছিলো চিঠি লেখার কাগজ ও খামের ব্যবস্থা। একইসাথে ছিলো ভ্রাম্যমাণ ডাকবাক্স ও দেয়ালিকা। উৎসবে আগত শিক্ষার্থীরা যার যার ইচ্ছেমতো বন্ধু, স্বজন অথবা প্রিয়জনকে উদ্দেশ্য করে স্মৃতিময় ঘটনা বা মনের কথাগুলো চিঠিতে লিখে খামে ভরে ডাকবাক্সে ফেলছে। সেখান থেকে আয়োজকরা চিঠিগুলো ভ্রাম্যমাণ দেয়ালিকায় ঝুলিয়ে দিচ্ছে। আগ্রহী পাঠকরা সেগুলোতে চোখ বুলাচ্ছে। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে।

এ ব্যাপারে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিন বলেন, বর্তমানের এই যান্ত্রিকতার যুগে আমরাও যান্ত্রিক হয়ে যাচ্ছি। কথা বলার প্রয়োজনে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠাচ্ছি, সেটাও নানান ভাষার মিশ্রণে। চিঠির প্রচলন বলতে গেলে উঠেই গেছে। আমার মনে হয়, চিঠির সাথে মানুষের একটা আবেগ জড়িত আছে। কথা দিয়েও মানুষের প্রাণ পর্যন্ত পৌঁছানো যায়। আমরা চেষ্টা করেছি, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজম্মের কাছে কিছুটা হলেও চিঠি লেখার সেই আবেগ, আনন্দ ও উচ্ছ্বাস তুলে ধরতে।

উৎসবে আগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাতুল বলেন, এই উৎসবটা আমাদের কাছে একটা নস্টালজিক ব্যাপার। সেই পুরনো দিনগুলার কথা মনে পড়ে যাচ্ছে। এতোদিন চিঠি লেখার কথা বইয়ের পাতায় বা বয়োজ্যেষ্ঠদের কাছে শুনে এসেছি। আজকে এই আয়োজনের মধ্য দিয়ে কিছুটা হলেও চিঠি লেখার সেই আনন্দানুভূতিগুলো অনুভব করতে পারছি।

বসন্তের আগমনে ফাল্গুনের প্রথম দিনে এই আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়ক তরুণ-তরুণী থেকে নানা বয়সী মানুষের পদচারণায় ছিলো মুখরিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩