• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৫:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৫:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

আবু সাঈদের নামে বেরোবির গেটের নামকরণ

১৭ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:২৬:২৬

আবু সাঈদের নামে বেরোবির গেটের নামকরণ

রংপুর ব্যুরো: চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে তাকে স্মরণীয় করে রাখার জন্য তার নামে গেট ও চত্বরের নতুন নামকরণ করা হয়েছে।

১৭ জুলাই বুধবার বিকেলে ক্যাম্পাসে তার গায়েবানা জানাজার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১নং গেটের নাম পরিবর্তন করে নাম রাখেন শহীদ আবু সাঈদ গেট এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ের নাম রাখেন শহীদ আবু সাঈদ চত্ত্বর।

আবু তালেব নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আমাদের সহপাঠীকে আমরা হারিয়েছি। জানি তাকে আর ফিরে পাবো না। কিন্তু তার নামে গেটের নাম রেখেছি। যতদিন বিশ্ববিদ্যালয় থাকবে, ততদিন সবাই আবু সাঈদ গেইট নামে চিনবে।

সোহরাব হোসেন নামে একজন শিক্ষার্থী বলেন, যেই গেটের সামনে আমাদের ভাই রক্ত দিয়েছে, সেই গেইটকে স্বরণীয় রাখতে আমরা সিদ্ধান্ত নিয়েছি তার নামে রাখবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩