• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০২:০২:৩০ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০২:০২:৩০ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদালত ঘেরাও

১৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৬:২০

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদালত ঘেরাও

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আমলি আদালত থেকে বিস্ফোরক, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলায় আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের দোসরদের সুষ্ঠু বিচার ও পরাজিত শক্তির গুপ্ত হত্যার বিচার নিশ্চিতের দাবিতে কোর্ট ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয় এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে আইনজীবী সমিতির সামনে রাস্তার ওপর বসে পড়েন তারা এবং তাদের দাবি আদায়ে নানান ধরনের স্লোগান দিতে থাকেন।

এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদের ওপর হামলা ও মামলা হয়েছিল। তাদের আইনজীবীদেরকে এক সপ্তাহ পর্যন্ত মামলার নথি সরবরাহ করা হয়নি। অযথা আওয়ামী লীগের গুম ও খুনের আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কিছু বিচারক এখনও আওয়ামী লীগের দালালি ভুলতে পারেনি। তাই এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরও কঠিন আন্দোলন ও কর্মসূচির হুমকি দেন তারা

আন্দোলনকারীরা আরও অভিযোগ করে বলেন, আইনজীবী মোস্তাফিজুর রহমান বুলেট আওয়ামী লীগের একজন দোসর। কোর্টে বসে আদালত থেকে জয় বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলছেন। বুলেটকে আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করে তার শাস্তির দাবি জানান তারা।

পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলায়মান বিষু শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিলে কর্মসূচি শেষ করা হয়। এই সময় বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, তানভীর আলীসহ অন্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাতের আঁধারে ভাঙা হলো বঙ্গবন্ধু ম্যুরাল
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:৩০

দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৩:৪২



কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮