• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২০:৫৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:২০:৫৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে বৈসাবি উদযাপনে সেনারিজিয়নের অর্থ সহায়তা

৪ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৬:০৬

রাঙামাটিতে বৈসাবি উদযাপনে সেনারিজিয়নের অর্থ সহায়তা

রাঙামাটি প্রতিনিধি: পাহাড়ের ঐতিহ্যবাহি বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু, সাংগ্রাই ২০২৪ উৎসব উপলক্ষে ধর্ম, বর্ণ এবং জাতিগত বৈষম্য ভুলে সকলের সাথে আনন্দ ভাগাভাগী করে নেয়ার অভিপ্রায়ে রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে পাহাড়ী অধিবাসীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

৪ এপ্রিল বৃহস্পতিবার রাঙামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ সহায়তা স্থানীয় বাসিন্দাদের মাঝে বিতরণ করেন। এ সময় সেনারিজিয়নের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার জেনারেল সোহেল আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।

তিনি আরও বলেন, এ ধরনের সেবামূলক কার্যক্রম রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে ভবিষ্যতেও অব্যাহত রাখবে। দুর্গম এই পাহাড়ী এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০