• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:০৭:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:০৭:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোলায় জুতার গুদামে আগুন

২ আগস্ট ২০২৩ রাত ০৯:২১:২৫

ভোলায় জুতার গুদামে আগুন

স্টাফ রিপোর্টার (ভোলা): ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার জামে মসজিদ সংলগ্ন জুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২ আগস্ট বুধবার আনুমানিক রাত ১২ টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে বোরহানউদ্দিন থানা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী এটিএম লোকমান জানান- বাজারের মসজিদের দোতালায় আগুন লাগে। এর আগে মসজিদের ভাড়া দেয়া জুতার গোডাউন আগুনে পুড়ে যায়। আগুনে দোতালার আসবাবপত্র এবং ইলেকট্রিক ও ওয়ারিং পুড়ে গেছে।

ভুক্তভোগী জসিম উদ্দিনের (৪০) সাথে কথা বলে জান যায়, ১ সপ্তাহ আগে প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকার মালামাল গোডাউনে তুলেছে সে। গোডাউনে আনুমানিক ৪০-৪২ লাখ টাকার মালামাল ছিলো। মঙ্গলবার রাতে গোডাউন বন্ধ করে সে বাসায় যায়। পরে আগুল লাগার ঘটনা শুনে ছুটে এলে দেখতে পায় সবকিছুই আগুনে পুড়ে গেছে। গোডাউনে বাটা, এপেক্সসহ বিভিন্ন ব্রান্ডের জুতা স্টক করা ছিলো। আগুন লাগায় কারনে কোন মালামালই সে উদ্ধার করতে পারিনি। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তার প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান এবং টগবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ জুতা ব্যবসায়ী মো. জসিম উদ্দিনের খোঁজখবর নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩