ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল ভেন্যুতে কারিগরি শিক্ষা বোর্ডের ৬ মাস মেয়াদি কম্পিউটার শর্ট কোর্সের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমের জুলাই-ডিসেম্বর ২০২৪ পরীক্ষা কম্পিউটার কোর্সের ২টি বিষয়ের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও ডাটাবেজ প্রোগ্রামিং এ মোট ১৭৬ জন পরীক্ষার্থী তাত্ত্বিক, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় টাঙ্গাইলের ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল ভেন্যুতে অংশগ্রহণ করেন।
জানা যায়, উক্ত পরীক্ষায় অংশ গ্রহণকারীরা উত্তীর্ণ হয়ে দক্ষ স্কেল নিয়ে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্কুল কলেজে চাকুরি করার সুযোগ রয়েছে। পরীক্ষা শেষে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা পাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে দক্ষতা সনদ।
পরীক্ষায় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ধনবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. গোলাম রাব্বানি, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম মিলটন ও আইসিটি শিক্ষক মো. আব্দুল হামিদ।
মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, আমি প্রতিটি হল ঘুরে দেখেছি, ভেন্যুতে পরীক্ষার্থীরা নকল মুক্ত ও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিয়েছেন।
তিনি আরো বলেন, বর্তমান যুগে কম্পিউটারের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। শিক্ষা, ব্যবসা, বিনোদন, যোগাযোগ, এমনকি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বাড়ছে। তাই কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকা প্রয়োজন। ধনবাড়ীতে এই কোর্সের ব্যবস্থা ও পরীক্ষার আয়োজনকারীদের ধন্যবাদ জানান তিনি।
এদিকে পরীক্ষার্থীদের অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, ধনবাড়ীতে ভেন্যুর নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশে খুব সুন্দর। এ পরীক্ষার আয়োজনকে সাধুবাদ জানান তারা।
সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মো. গোলাম রাব্বানি জানান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) শিক্ষাক্রমের জুলাই-ডিসেম্বর ২০২৪ পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই পরীক্ষার ভেন্যুর নিরাপত্তার জন্য পুলিশ সদস্য নিয়োজিত ছিল।
এছাড়াও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোক) পরীক্ষার কেন্দ্র ও এসএসসি পরীক্ষার সাব কেন্দ্র, বিভিন্ন বেসরকারি বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষার কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে থাকি এ ধরনের পরীক্ষা গুলোতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available