• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৪:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৪:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট

১০ আগস্ট ২০২৪ সকাল ১১:১৭:১০

কেরানীগঞ্জে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট

কেরানীগঞ্জে (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে নগদ অর্থসহ দোকানে থাকা সকল মালামাল লুটপাট করেছে এলাকার সন্ত্রাসীরা। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

৫ আগস্ট সোমবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি রোড এলাকার স্থানীয় বাসিন্দা ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা আহমেদের ব্যবসায় প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়।

সাংবাদিক রানা আহমেদের অভিযোগ করে বলেন, হাসিনা সরকারের পতনের পর সোমবার বিকেল ৫টার দিকে একই থানার শুভাঢ্যা মধ্য পাড়ার সিব্বির, সাবান ফ্যাক্টরির স্বপন ও কাউসারসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতভাবে আমার বন্ধ থাকা ব্যবসায় প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১২টি কম্পিউটার, ২টি নতুন ফটোকপি মেশিন, ৪টি প্রিন্টার ও ২দুটি স্ক্যানারসহ আসবাবপত্র ভাঙচুর করেন।

ওই সময় ৫টি স্মার্ট মোবাইল ফোন ২টি টেলিফোন সেট, ১টি টেলিভিশন, নিকন কোম্পানির D311 ও D5 মডেলের ২টি ডিএসএলআর ক্যামেরা এবং প্যানাসনিক কোম্পানির HC PV 100 মডেলের ভিডিও ক্যামেরাসহ দোকানে থাকা প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এছাড়াও ক্যাশের ডয়ের থেকে নগদ এক লাখ ছিয়াশি হাজার টাকা ও বিকাশের এজেন্ট সিমসহ মোবাইল ফোন নিয়ে যায় তারা।

এ ঘটনার পর সাংবাদিক ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সাংবাদিক রানা আহমেদের ব্যবসায় প্রতিষ্ঠানটি দেখতে আসেন। এ সময় তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩