• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৯:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৯:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোড়াঘাটে নির্মাণের ৫ মাসের মধ্যে ব্রিজে ফাটল

২৪ অক্টোবর ২০২৩ রাত ০৯:৩৫:৫১

ঘোড়াঘাটে নির্মাণের ৫ মাসের মধ্যে ব্রিজে ফাটল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ব্রিজ নির্মাণের ৫ মাসের মধ্যেই কামানডুবা ঘাটে নির্মিত ব্রিজটির দুপাশের অ্যাপ্রোচে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ধসে পড়েছে ব্রিজটির দুপাশের বেশ কিছু ব্লক। অনুপযোগী হয়ে পড়েছে দুপাশে হ্যারিং বোন রাস্তা।

উপজেলা প্রকৌশলী অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ব্রিজটি বাস্তবায়ন করে। ৭২ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজটি ৪ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ৩৩৯ টাকা ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ও মেসার্স খান এন্টারপ্রাইজ অ্যান্ড আরএস এন্টারপ্রাইজ লিমিটেড ২০২০ সালের ৩০ জুলাই কাজ শুরু করে। কার্যাদেশ অনুযায়ী ২০২২ সালের ৫ মার্চ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজটির নির্মাণ কাজের সময় বর্ধিত করে ২০২৩ সালের জুন মাসে নির্মাণ শেষ করে।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের গাইড ওয়াল নির্মাণের কাজ, কোনো ধরনের ভিত্তি না করেই আলগা মাটিতে ওয়াল নির্মাণ, ব্রিজের নিচ থেকে মাটি খনন, ব্রিজের দুপাশে ও রাস্তা নির্মাণে মাটি দাবানোর জন্য সঠিক ভাবে রোলার ব্যবহার না করায় বর্ষা মৌসুমে আলগা মাটি সরে গিয়ে ধসে পড়েছে ব্রিজের দুপাশে বসানো ব্লকগুলো। ব্রিজের দুপাশের হ্যারিং বোন রাস্তা দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ ব্রিজ নির্মাণকালীন সময়ে ঠিকাদারের লোকজন ও উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তাদের নিকট এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও তাদের দায়িত্বে অবহেলার কারণে নিম্নমানের কাজ করা হয়েছে। এ বিষয়ে নির্মাণকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনের সংবাদ প্রকাশ হবার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় নিম্নমানের কাজ সম্পন্ন হয়েছে বলে স্থানীয় একাধিক বাসিন্দা দাবি করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, এই ব্রিজের কাজের জামানতের বিল এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়নি। আমারা জামানতের টাকা ফেরত দেয়ার আগেই কাজ ঠিকভাবে বুঝে নেবো।

তিনি আরও বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ঠিকাদার প্রতিষ্ঠানকে ইতোমধ্যে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩