• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩০:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩০:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ব্রিজ নয়, যেন মরণ ফাঁদ

৬ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৩২:২৮

ব্রিজ নয়, যেন মরণ ফাঁদ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আদম আলী হাওলাদার বাড়ি সংলগ্ন আশুরিয়া হোতা খালের উপর নির্মিত ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির ওপর দিয়ে প্রতিনিয়ত গ্রামের হাজার মানুষ চলাচল করছে। সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী এই ব্রিজটি দিয়ে ঝুঁকিতে চলাচল করছে এলাকাবাসী।

সেতুটির পূর্ব পাড়ে অবস্থিত উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাই এ বেহাল সেতু দিয়ে প্রতিনিয়ত স্কুলের শিক্ষার্থীদের চলাচল করতে হয়। দ্রুত এই সেতুটি সংস্কার বা পূণঃনির্মাণ না করা হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা গেছে, প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার অধিদফতর থেকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আশুরিয়া হোতার উপর এ ব্রিজটি নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে ব্রিজটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা নজরুল তালুকদার বলেন, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এ সড়কের মোটরসাইকেলসহ সকল সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ব্রিজটির এখন এমন অবস্থা, হেঁটে পার হওয়াটাও খুবই কষ্টকর। তিনি আরও বলেন, আমার মেয়ে মাদরাসায় যাওয়ার সময় একদিন পা ফসকে এই ভাঙা ব্রিজের ভিতর আটকে পরেছিলো।

এছারা স্থানীয় বাসিন্দা শহিদ ও ইমরান তালুকদার বলেন, যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা একান্ত প্রয়োজন।

এ বিষয়ে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী মৃধা বলেন, ঐ স্থানে একটি কালভার্ট নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রকৌশল অধিদফতরের উপ-প্রকৌশলী মো. সরাফ উদ্দিন বলেন, উল্লেখিত স্থানে একটি কালভার্ট নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। খুব দ্রুতই নতুন কালভার্টের নির্মাণ কাজ শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩