• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৫:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৫:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভেঙে যাওয়া ব্রিজে জনভোগান্তি

১৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:১৬:৪৬

ভেঙে যাওয়া ব্রিজে জনভোগান্তি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের বক্সনগর ইউনিয়নের চক দিঘীরপাড় এলাকার ব্রিজটির মাঝখানে ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে৷ ভেঙে যাওয়ার পর প্রায় মাসখানেক পার হলেও সংস্কার হয়নি ব্রিজটি৷ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চলাচল করলেও ইজিবাইক, সিএনজি মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, ট্রাকসহ অনান্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। না জেনে অনেক ঢাকাগামী গাড়ি এই সড়কে প্রবেশ করে ফিরে যেতে হয়েছে।

সম্প্রতি ১২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে দেখা যায়, রোগী নিয়ে জয়পাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্স এসে ব্রিজ ভাঙা দেখে ফিরে যায়। পরে সড়ক ঘুরে বালুরচর-শুরগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়৷এই অঞ্চলের উত্তর পাশ দিয়ে নবাবগঞ্জ, দক্ষিণ-পশ্চিমে দোহার উপজেলার কিছু অংশ। দোহারের বাইপাস হিসেবে দিঘীরপাড় বাসস্ট্যান্ড থেকে গালিমপুর জয়পাড়া নিকড়া সড়কে সংযুক্ত হয়েছে এই সড়কটি৷ সড়কটি দিয়ে দোহারগামী গাড়িগুলো দ্রুত যাতায়াতের অন্যতম মাধ্যম।

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা ও গাড়ি চালক বলেন, এই সড়ক দিয়ে বেশিরভাগ ইটভাটার কাজে মাটিবাহী ও ইটবহনের বড় ট্রাক ও মাহেন্দ্র ট্রাক্টর চলাচল করে। ভারী যানবাহন চলাচলের কারণেই গতবছর ব্রিজটিতে ফাটল দেখা দেয়৷কিন্তু এরপরও ভারী বাহন চলাচল বন্ধে কোনো উদ্যোগ না নেওয়ায় ব্রিজটির মাঝখানে ভেঙে যায়৷

তারা আরও বলেন, কতদিন হয়ে গেছে ভেঙে গেছে ব্রিজটি৷ কিন্তু এখনও সংস্কার করা হয়নি৷ দোহার থেকে বা দিঘীরপাড় হয়ে ঢাকা থেকে গাড়ি এসে এখানে পৌঁছানোর পর ফিরে যায়৷গাড়ি চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়৷

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মুঠোফোনে এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পরপরই পরিদর্শন করে স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলা হয়েছে। কোন প্রকল্পের বরাদ্দ দিয়ে কাজটি করা যায় তার প্রক্রিয়া চলছে। আশা করি, দ্রুতই সমাধান হবে৷ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩