বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই ৬৭০ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনের সফল আয়োজন শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে সন্তোষের সৃষ্টি করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তির জন্য শিক্ষার্থীদের সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম এবং পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট জমা দিতে হবে। জমা দেওয়ার আগে শিক্ষার্থীদের অনুষদের ডিন, প্রক্টর এবং প্রভোস্টদের স্বাক্ষর নিতে হবে।
ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা তৈরি করেছেন একটি বিশেষ অ্যাপ ‘অ্যাডমিশন রোডম্যাপ’। এই অ্যাপের মাধ্যমে রক্ত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, হল বণ্টন, ভর্তি নিশ্চিতকরণ এবং ফি প্রদানের দিকনির্দেশনা সহজেই পাওয়া যাচ্ছে। অ্যাপটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম জানান, ভর্তি কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে। এ বছর ৬০৩ জন মেয়ে এবং ৫১৩ জন ছেলে শিক্ষার্থী ভর্তি হবে। বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্থানীয় শিক্ষার্থীদের প্রক্রিয়া শেষ হওয়ার পর শুরু হবে। তাদের জন্য অতিরিক্ত আনুষ্ঠানিকতা যেমন সাক্ষাৎকার প্রক্রিয়া চলতি মাসের শেষের দিকে সম্পন্ন হবে।
নবীন শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে ভর্তি কার্যক্রম আরও সফল হয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available