• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৪:১৪ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৪:১৪ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দুর্বৃত্তদের হামলায় ৪ জন আহত, ৯৯৯ নম্বরে ফোন দিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ

৪ জুলাই ২০২৪ দুপুর ০১:০৭:২৪

দুর্বৃত্তদের হামলায় ৪ জন আহত, ৯৯৯ নম্বরে ফোন দিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা একটি বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ির লোকজনকে পিলারের সাথে বেঁধে বেধরক মারপিট করেছে। পরে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে পালিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন।

ঘটনাটি ঘটেছে ২ জুলাই মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর উমরাডাঙ্গী এলাকায়।

ঘটনার সময় ওই বাড়ির পুত্রবধূ মরিয়ম জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাকে পুলিশ জানিয়েছে থানায় গিয়ে অভিযোগ করতে। অথচ, তখন ওই নারীর ভাসুর দুলাল, শাশুড়ী তাসলিমা ও শশুর বাবুলের উপর  অমানবিক নির্যাতন চালিয়ে বেধর মারপিট করছিল দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধা করে হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী। তারপরও তাদের উদ্ধার করতে আসেনি পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী বাবুল বাদী হয়ে সেদু শেখসহ ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

বাবুল বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে তার বাড়িতে হামলা চালানো হয়েছে এবং লুটপাট হয়েছে কয়েক লক্ষ টাকার সম্পদ।’

প্রতিপক্ষ সাইদুর রহমান ওরফে সেদু বলেন, ‘একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে বাড়িতে হামলার ঘটনাটি তিনি 
জানেন না।’

সরেজমিনে পরিদর্শনে গেলে গ্রামবাসী সাংবাদিকদের জানান, ‘যারা এঘটনার সঙ্গে জড়িত তারা অন্যায় করেছে। বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলা চালিয়েছে। দরজা-জানালা ভাঙচুর করেছে। পিলারের সাথে বেঁধে মারপিট করেছে।’ এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আহত দুলাল এবং বাবুলকে রাণীশংকৈল হাসপাতাল কর্মরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য দিমেক হাসপাতালে রেফার করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাণীশৈংকল থানা অফিসার ইনচার্জ জয়ন্ত সাহা জানিয়েছেন, ‘এ ব্যাপারে পাল্টাপাল্টি  অভিযোগ হয়েছে। তদন্ত চলছে। অপরাধীদের ধরে আইনের আওতায় আনা হবে।’

এদিকে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের  হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি থানা পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮