• ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:০৫:১৩ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:০৫:১৩ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় সাবেক সংসদ সদস্য জর্জের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর

৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৪০

কুষ্টিয়ায় সাবেক সংসদ সদস্য জর্জের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার প্রতিবাদে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের ব্যক্তিগত কার্যালয়ে দুই দফা ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে এবং আজ বৃহস্পতিবার বিকেলে ভাঙচুর চালায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, কুমারখালী পাবলিক লাইব্রেরির সম্মুখে তিন তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় সাবেক এমপি জর্জের ব্যক্তিগত কার্যালয়। কার্যালয়ের দরজা, জানালা, আসবাবপত্র, এসিসহ যাবতীয় জিনিসপত্রের ভাঙা অংশ যত্রতত্র ছড়িয়ে ছিটে আছে। কয়েকজন শিশু ভাঙা অংশের কয়েক টুকরো খুঁটছেন। এসময় প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সটকে যান।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা জানান, ৫ আগস্ট সরকার পতনের পর পালিয়ে যান সাবেক এমপি জর্জ তার সমর্থকরা। সেদিন প্রথম দফায় জর্জের কার্যালয়ে বাইরে থেকে ভাঙচুর করেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। এরপর গত বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ের ভিতরে ভাঙচুর করে লুটপাট করেছে ছাত্র-জনতা। বর্তমানে সাবেক এমপি জর্জ একাধিক হত্যা ও রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা ফোনে বলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের ব্যক্তিগত কার্যালয়ের ব্যাপক ভাঙচুরের পর লুটপাট করেছে দুর্বৃত্তরা।

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী ফোনে বলেন, ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসবুকে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জর্জের কার্যালয়ে ভাঙচুর করেছে ছাত্র জনতা। তবে কোনো লুটপাটের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
৫ এপ্রিল ২০২৫ সকাল ১০:৫৯:১৩




সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি
৫ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৬:২৮

তেঁতুলিয়ায় সড়কবিহীন সেতু নির্মাণ
৫ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১৫:১০