সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ২৩ লক্ষ টাকা মূল্যের ৯০ হীরার নাকফুল জব্দ করেছে বিজিবি।
১৪ এপ্রিল সোমবার রাত ৮টা ১৫মিনিটে স্থলবন্দরের পাশে শ্রীরামপুর ব্রিজ এলাকা থেকে হীরার নাকফুল গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
তিনি জানান, স্থলবন্দরের শ্রীরামপুর ব্রিজ এলাকা দিয়ে হীরার গহনা নিয়ে ভারত থেকে একদল চোরাকারবারি বাংলাদেশে আসবে এমন খবর পেয়ে ভোমরার সুবেদার আবুল কালামের নেতৃত্বে একটি টিম সেখানে অবস্থান নেয়। ওই সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি দেখে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া প্যাকেট তল্লাশি করে ৯০টি হীরার নাকফুল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত হীরার নাকফুলের মূল্য ২২ লক্ষ ৯০ হাজার টাকা। জব্দকৃত নাকফুল গুলি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available