মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার লক্ষ্মীপুর বাজার থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাচ ও ওয়াকিটকি এবং খেলনা পিস্তলসহ এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ। ১ ডিসেম্বর রোববার বিকেলে তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম আমান। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীনগরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, ভুয়া এই মেজর দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ড. আমান হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
এদিকে গত কয়েকদিন ধরে তিনি ইবি থানাধীন বিভিন্ন এলাকায় সেনা কর্মকর্তা পরিচয়ে বিভিন্নজনকে ভয়-ভীতি প্রদর্শন করে আসছিলেন। পরে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আরএমপির কাটাখালী থানা ও কুষ্টিয়া সদর থানায় চাঁদাবাজী ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ওই ব্যক্তির সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার নিকট হতে একাধিক ভুয়া ভিজিটিং কার্ড, সেনাবাহিনীর পোশাক, ব্যাচ ও ওয়াকিটকি এবং খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available