নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ছাড়াও সিলেটসহ সারাদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
২৯ মে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার কিছু পরে এ কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।
বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। আর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৬ কিলোমিটার দূরে মিয়ানমারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available