আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছয় দশকের সবচেয়ে প্রাণঘাতী এক ভূমিকম্পে উত্তর আফ্রিকার এই দেশটি যেন এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও একইসংখ্যক মানুষ। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর।
গত ৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ১০ সেপ্টেম্বর রোববার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২ হাজার ১২ জন মারা গেছেন। ভূমিকম্পে আহত ২ হাজার মানুষের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। আর সবচেয়ে বেশি হতাহত হয়েছেন মারাক্কেশের দক্ষিণে অবস্থিত প্রদেশগুলোতে।
এদিকে, ভূমিকম্পের পর মরক্কো তিন দিনের শোক পালন করবে বলে জানিয়েছে দেশটির রয়্যাল প্যালেস। সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে।
স্থানীয় সময় ৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। একে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে অভিহিত করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮.৫ কিলোমিটার গভীরে।
দেশটির কর্মকর্তারা বলছেন, অধিকাংশ মানুষ মারা গেছেন দুর্গম পাহাড়ি এলাকায়। উদ্ধার অভিযানে ওই অঞ্চলে পৌঁছানোও বেশ কঠিন। সূত্র: সিএনএন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available