• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৬:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৬:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

আফগানিস্তান-পাকিস্তানে বন্যা-ভূমিধসে নিহত ৪৪

২৪ জুলাই ২০২৩ সকাল ১১:০৪:৪৭

আফগানিস্তান-পাকিস্তানে বন্যা-ভূমিধসে নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান এবং পাকিস্তানে ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩১ জনই আফগানিস্তানের নাগরিক। বাকি ১৩ জন পাকিস্তানের। এ ছাড়া দুটি দেশেই আরও বহু মানুষ আহত ও নিখোঁজ রয়েছেন।

২৪ জুলাই সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

রোববার আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের তালেবানের নিযুক্ত মুখপাত্র শফিউল্লাহ রহিমি জানিয়েছেন, ভারী বৃষ্টির পর গত তিন দিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। এছাড়া বন্যায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন।  বন্যায় প্রায় আড়াইশ’ গবাদিপশুও মারা গেছে।

তিনি আরও জানান, নিহতের বেশির ভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারদাকের অধিবাসী।

এক বিবৃতিতে প্রাদেশিক গভর্নরের কার্যালয় বলেছে, বন্যায় শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত ও ফসল নষ্ট হয়েছে। এছাড়া কাবুল ও মধ্য বামিয়ান প্রদেশের মধ্যবর্তী মহাসড়কও বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের বিভিন্ন অংশে ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে ১৩ জন মারা গেছেন। এছাড়া ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি সংক্রান্ত ঘটনায় নয়জন প্রাণ হারিয়েছেন।

পুলিশ অফিসার রাজা মির্জা হাসানের মতে, গিলগিট বাল্টিস্তান অঞ্চলের স্কার্দু এলাকায় বিশাল ভূমিধসের ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। ভূমিধসের সময় তারা তাদের গাড়িতে ছিলেন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র তৈমুর খান বলেন, বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অন্তত ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা দেখা দেওয়ায় প্রাদেশিক কর্তৃপক্ষ চিত্রাল জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩