নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকায় নয়ন আহমেদের মাংসের দোকানে কম দামে মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে অভিনন্দন জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।
১৭ মার্চ রবিবার দুপুরে ঢাকা আরমানিটোলা, কসাইটুলী বাংলা স্কুলের সামনে, বিসমিল্লাহ খাসি-গরু সাপ্লাই নয়ন আহমেদের মাংসের দোকানে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল পরিদর্শনে আসেন।
নয়ন আহমেদ তার দোকানে রমজান মাস উপলক্ষে হাড়সহ মিশ্র মাংস ৫৮০ টাকা কেজি এবং ফ্রেশ মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করেন।
নয়নের মাংসের দোকানে কম দামে গরুর মাংস বিক্রি করে জনসাধারণকে সেবা দেওয়ার ফলে তাকে ফুলের মালা দিয়ে ধন্যবাদ ও অভিনন্দন জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল।
মাংস ব্যবসায়ী নয়ন আহমেদ জানান, রমজান মাস উপলক্ষে জনগণকে হাড়সহ মিশ্র মাংস ৫৮০ টাকা কেজি এবং ফ্রেশ মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। সরকার ও জনগণের সার্বিক সহযোগিতা থাকলে, সারা বছর এ দামেই মাংস বিক্রি করার প্রতিশ্রুতিও দেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available