সিলেট প্রতিনিধি: সিলেটে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ১০ ডিসেম্বর রোববার বিকেলে নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাটের পেঁয়াজ পট্টিতে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদফতরের একটি টিম। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না রাখার কারণে এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, ৯ ডিসেম্বর শনিবার ভারত থেকে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এরপর থেকেই সারাদেশে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। সিলেটেও একলাফে ১২০ থেকে ১৪০ টাকা মূল্যবৃদ্ধি করে অসাধু ব্যবসায়ীরা। একদিন আগেও যেই পেঁয়াজের মূল্য কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকা ছিল মুহূর্তেই তা দুইশো ছাড়ায়। খবর পেয়ে অভিযানে নামে ভোক্তা অধিকার অধিদফতর।
ভোক্তা অধিদফতর সিলেটের অভিযানে সিলেটের কালীঘাটের রঞ্জিত বানিজ্যালয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির প্রমাণ পান কর্মকর্তারা। এ সময় বিক্রেতারা কোনো রশিদ দেখাতে পারেনি। এসব অভিযোগে বিক্রেতা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বেশকিছু পাইকারি দোকানে গিয়ে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান ভোক্তা অধিকার অধিদফতরের কর্মকর্তারা।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, সিলেট নগরীর কালিঘাটে পেঁয়াজের বাজারে অভিযানে দেখা যায়, বেশিরভাগ দোকানেই কোনো মূল্য তালিকা টাঙানো নেই। এছাড়া তারা বিক্রির ক্ষেত্রেও কোনো রশিদ দেন না এবং অতিরিক্ত দামে বিক্রি করছেন। এ কারণে এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বাকিদেরও সতর্ক করে দিয়েছি যাতে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি না করেন। অন্যথায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ অভিযান চলমান থাকবে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available