• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৭:৪৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৭:৪৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলের চার উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে

৫ জুন ২০২৪ সকাল ০৯:২২:২৬

টাঙ্গাইলের চার উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে

টাঙ্গাইল প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেয়া কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ ৫ জুন বুধবার টাঙ্গাইল জেলার বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ করা যাচ্ছে।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুরো নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টহলে আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত  কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।

বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৮৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার  ৭৫ হাজার ৬৩১ জন এবং মহিলা ভোটার ৭৬ হাজার ১৯৮ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৮টি।

সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান ৪ পদে জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার  ১ লাখ ২১ হাজার  ৯৪৬ জন, মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার  ৭৪৪ জন এবং  ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৩ টি।

মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে  ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ  ৬২ হাজার  ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার  ১১৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯  হাজার  ৭৩২ জন এবং  ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ৬ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৪টি।

গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১  হাজার  ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার  ১ লাখ ১৬ হাজার ১০৫  জন, মহিলা ভোটার  ১ লাখ  ১৫ হাজার ২৫৪  জন এবং  ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা  ৮২টি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ