• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সন্ধ্যা ০৬:৩০:১১ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সন্ধ্যা ০৬:৩০:১১ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পার্বত্যাঞ্চলে অক্টোবর মাসজুড়ে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, চীবর দানানুষ্ঠান না করার সিদ্ধান্ত ভিক্ষুদের

৭ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৪১:৩৭

পার্বত্যাঞ্চলে অক্টোবর মাসজুড়ে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, চীবর দানানুষ্ঠান না করার সিদ্ধান্ত ভিক্ষুদের

রাঙামাটি প্রতিনিধি: পাহাড়ে চলমান পরিস্থিতিতে দেশি-বিদেশি অপশক্তির ষড়যন্ত্রে আবারও অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় সাজেকের পর এবার পুরো রাঙামাটি জেলায় পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

৬ অক্টোবর রোববার দুপুরে জেলা প্রশাসন থেকে জারি করা নির্দেশনায় জানানো হয়েছে, অনিবার্য কারণবশত সম্মানিত পর্যটকগণকে আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সমগ্র রাঙামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।

এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, তিন পার্বত্য জেলার ক্ষেত্রেই এই নির্দেশনা জারি করা হয়েছে। পাহাড়ে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে, ৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাঙামাটির সাজেকে পর্যটক প্রবেশে নিরুৎসাহিত করে নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসন।

এদিন সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত বৌদ্ধ ভিক্ষু সংঘ জানিয়েছে, তারা পাহাড়ে চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের আসন্ন কঠিন চীবর দানানুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রাঙামাটিতে আবারও কোটি টাকার সিগারেট জব্দ
১৮ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:২৫:২৯