নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের ব্যাবহার রোধে শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার দ্বিগু বাবুর বাজারে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
এসময় তিনটি দেকান থেকে ২৯০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার ও পলিথিন রাখায় ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
৩ নভেম্বর রোববার জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. আল মামুনের নেতৃত্বে দ্বিগু বাবুর বাজারে এই অভিযান চালানো হয়।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ।
অভিযানে মেসার্স এলভি ট্রেডার্সকে ২৪০ কেজি পলিথিন রাখায় ২০ হাজার, মেসার্স ফাতেমা স্টোরকে ২১ কেজি পলিথিন রাখায় ৫ হাজার ও মেসার্স সেহান স্টোরকে ২৯ কেজি পলিথিন রাখায় ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available