• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৯:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৯:৪৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় তেলের পরিমাপে কারচুপি, ২ পেট্রোল পাম্পকে জরিমানা

১৩ নভেম্বর ২০২৪ সকাল ০৭:২৯:৫৮

কুমিল্লায় তেলের পরিমাপে কারচুপি, ২ পেট্রোল পাম্পকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে দুটি পেট্রোল পাম্পকে ৯০ হাজার টাকা জরিমানা এবং চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

১২ নভেম্বর মঙ্গলবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়াবাজার বিশ্বরোড এলাকায় অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। অভিযানে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

অভিযানে, মেসার্স এস কে ফিলিং স্টেশন, পদুয়াবাজার বিশ্বরোড, কুমিল্লা নামক প্রতিষ্ঠানে প্রতি ১০ লিটারে ৬০ মিলি তেল কম দেওয়ার অভিযোগে তাদের একটি পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুসারে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স ডায়মন্ড ফিলিং স্টেশনেও প্রতি ১০ লিটারে ৪০ মিলি তেল কম দেওয়া ধরা পড়ে, যার ফলে তাদের একটি অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই, কুমিল্লা অফিসের উপপরিচালক (সিএম) কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. পূজন কর্মকার, পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ উদ্দিন প্রিয় এবং মো. হাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২