নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার ব্যস্ততম চৌরাস্তা এলাকায়। সর্বক্ষণ এখানে যানজট লেগেই থাকে। এর অন্যতম কারণ, সড়কের দুইপাশে দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করেন ভাসমান ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন যানজট বাড়ে, অন্যদিকে পায়ে হেঁটে চলাচলও করা যায় না।
মাঝে মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করলেও কিছুদিন পর সেই আগের রূপ ধারণ করে।
অবশেষ ৭ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পচিালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
এসময় তিনি নবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা হয়ে পোস্ট অফিস পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দখলে থাকা ভাসমান দোকান উচ্ছেদ করে দখলমুক্ত করেন। কোন দণ্ডাদেশ না দিলেও ভাসমান ব্যবসায়ীদের প্রথমবারের মতো সতর্ক করেন নির্বাহী কর্মকর্তা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে এশিয়ান টেলিভিশনের প্রতিবেদককে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, যানজট নিরসনের জন্য এবং মানুষের চলাচলে ভোগান্তি কমাতেই এই অভিযান। চলাচল বিঘ্ন করে সড়কের দুইপাশ দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, প্রথমদিন তাদেরকে (ভাসমান ব্যবসায়ী) সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কেউ ফুটপাত দখল করে ব্যবসা শুরু করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available