তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় দেখা মিললো ভয়ংকর বিষধর সাপ রাসেলস ভাইপার । ১৯ জুন বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড কাচারি বাড়ির দরজায় স্থানীয় লোকজন বের হলে দেখা হয় সাপটির সাথে।
স্থানীয় লোকজন যারা ছিলো সাপটি তাদেরকে আক্রমণ করতে আসলে, তারা ওই মুহূর্তে হাতের কাছে থাকা লাঠি দিয়ে নিজেদেরকে রক্ষা করতে আঘাত করলে সাপটি মারা যায়। এরপর কেউ কেউ ফেইজবুকে ছবি পোস্ট করলে রাসেল ভাইপার বলে শনাক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শী নুর আলম নামের একজন জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে নিজ এলাকা সাপটিকে নিজ চোখে দেখলাম। মৃত্যুর পরে সাপটির ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে শনাক্ত করি যে সাপটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ। সাপটি দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।
জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, রক্তপাত, রক্ত জমাট, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।
এ বিষয়ে শশীগঞ্জ বনবিভাগের বিট অফিসার গাজী মোহাম্মদ আবুল বাশার বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available