• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৪৭:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৪৭:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালন

১২ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:৪৮:১১

টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নানান কর্মসূচির মাধ্যমে ভাসানীর পরিবার, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পালন করছে  দিবসটি।

১২ ডিসেম্বর মঙ্গলবার এ উপলক্ষে সকাল ৯ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), ভাসানী পরিষদ, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন, মওলানা ভাসানী স্মৃতি বাস্তবায়ন সংগ্রামী পরিষদ, সন্তোষ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত কর হয়।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মসজিদের মুসল্লি, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩