নোয়াখালী প্রতিনিধি: বিগত সরকারের থেকেও কঠিন বর্তমান সরকারের ছায়ার সাথে বিএনপিকে সাংগঠনিকভাবে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি আরও বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যে নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে গেছেন তারা সবসময় দলে অগ্রাধিকার পাবেন। এছাড়াও আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিএনপির আরো কঠিন সাংগঠনিক লড়াই করে এগিয়ে যেতে হবে।
২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় হক চৌমুহনী রেস্টুরেন্টে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীদের সাথে সমসাময়িক রাজনীতি নিয়ে সংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, চৌমুহনী সাধারণ ব্যাবসায়ী সমিতির কার্যকরি সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, যুগ্ম-সম্পাদক আহছান উল্যাহ, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available