• ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ রাত ১০:০২:৫১ (03-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ রাত ১০:০২:৫১ (03-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

২৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৪৩:১৩

মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নবাগত প্রথম নারী পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি তাঁদের কাছে জেলার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান।

সাংবাদিকেরা ট্রাফিক জ্যাম, সড়কের পাশে গাড়ি রাখা, ফুটপাতে দোকান, চাঁদাবাজি ইত্যাদি বিষয় নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের আয়নাস্বরূপ, যার প্রতিফলন সব জায়গায় হয়। বাংলাদেশ পুলিশ আপনাদের নিয়ে আমরা একত্রে কাজ করতে চাই বিশেষ করে মানিকগঞ্জ জেলায়। চাঁদাবাজির বিষয় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর আমরা যারা এখানে কর্মরত আছি, আমরা কোনো চাঁদাবাজি প্রশ্রয় বা আশ্রয় কোনো কিছুই দেব না। আমরা আপনাদের সহযোগিতা চাই। মানিকগঞ্জে যেসব সমস্যা আছে, সেগুলো যাতে সমাধান করতে পারি এবং কার্যকরভাবে জনগণের আস্থা অর্জন করতে পারি, সে চেষ্টা করব।

মাদকের বিষয়ে পুলিশ সুপার বলেন, আমি মানিকগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে চাই। এ বিষয় জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থার মাধ্যমে দমন করা হবে। ট্রাফিক জ্যাম, রাস্তার ওপরে দোকান বসানো ইত্যাদি বিষয় জেলা পুলিশের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয় পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সখিপুরে টমেটো ছাড়াই তৈরি হচ্ছে হট টমেটো সস
৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪১:২৬

নরিংদীতে ছাত্রলীগের ১০ নেতা গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৩১:৪৭



ভাঙ্গুড়ায় বিএনপির কর্মী সমাবেশ
৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৬


লংগদুতে দিনে-দুপুরে ছিনতাই
৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:৫১