জয়পুরহাট প্রতিনিধি: পত্নীতলা ১৪ বিজিবির আয়োজনে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী কালুপাড়া বিওপি এলাকায় আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৪টায় কালুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার সাতআনা বাজারে সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার ও মাদকদ্রব্য চোরাচালানের কুফল এবং অবৈধভাবে সীমানা পারাপারের ফলাফল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএ পিবিজিএমএস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, বিজিওএম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম, স্থানীয় ধামইরহাট ইউপি চেয়ারম্যান মো. এ টি এম বদিউল আলম, ইউপি মেম্বারগণ বিজিবি কোম্পানি বিওপি কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সীমান্তবর্তী বসবাসকারী শতাধিক জনসাধারণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available