• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩০:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩০:১৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আমরা ধর্ম ভেদাভেদ করে শিক্ষার্থীদের প্রণোদনা দেই না: মতিয়া চৌধুরী

১৮ অক্টোবর ২০২৩ রাত ০৯:৩৯:১১

আমরা ধর্ম ভেদাভেদ করে শিক্ষার্থীদের প্রণোদনা দেই না: মতিয়া চৌধুরী

নকলা (শেরপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আমরা ধর্ম ভেদাভেদ করে শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা দেই না। যেসব শিক্ষার্থী পড়ালেখায় ভাল করছে তাদেরকেই প্রণোদনা দেই। সে শিক্ষার্থী হিন্দু, মুসলিম, খ্রিষ্টান অথবা বৌদ্ধও হতে পারে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে চাপ কমে, ছাত্র-ছাত্রিদের মধ্যে প্রতিযোগিতা বাড়ে এবং মেধার বিকাশ ঘটে।

১৮ অক্টোবর বুধবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রনোদনা ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেগম মতিয়া চৌধুরী নকলা উপজেলার উরফা ইউনিয়নে ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে মেধাক্রমানুসারে ২০ জন করে মোট ৯৮০ জন শিক্ষার্থীর মাঝে ১ হাজার টাকা করে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করেন।  এছাড়া ৪ টি ইবতেদায়ী মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে মেধাক্রমানুক্রমে ২০ জন করে মোট ৩২০ জন শিক্ষার্থীর মাঝে ১ হাজার টাকা করে ৩ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক প্রনোদনা তুলে দেন। পরে তিনি ২০০ হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩