• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ১১:৫৫:৪৮ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ১১:৫৫:৪৮ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে নাট মন্দিরে হামলা-ভাংচুর

৩১ আগস্ট ২০২৪ সকাল ০৮:০৪:০০

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে নাট মন্দিরে হামলা-ভাংচুর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে হিন্দু সম্প্রদায়ের নাট মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

৩০ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সফিপুর বাজারস্থ রঙ্গারটেক এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে লেবু মিয়া নামে স্থানীয় ঠিকাদারের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী মন্দিরের সীমানা প্রাচীর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় তারা নাট মন্দিরের খুঁটিসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে গুঁড়িয়ে দেয় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ঢাকা-ট্ঙ্গাাইল মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সফিপুর সার্বজনিন শ্মশানঘাট ও রাধাগোবিন্দ লোকনাথ নাট মন্দিরের আহবায়ক প্রকৌশলী কৌশিক অধিকারী জানান, জমির প্রকৃত মালিক রঙ্গলাল বাবু মন্দিরের নামে জমি লিখে দিয়েছেন। কিন্তু লেবু মিয়া জাল দলিল মূলে ওই জমির মালিকানা দাবি করে আসছে। আদালতের রায় তার বিপক্ষে গেলেও তিনি অবৈধভাবে মন্দিরের জমি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার ও সেনাবাহিনীর সদস্যরা মন্দিরটি পরিদর্শন করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফ নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মন্দিরের সীমানা প্রাচীর ও একটি ঘর ভেঙে ফেলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ