• ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪৩:০২ (25-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৪৩:০২ (25-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

কোচবিহারে একইদিনে নির্বাচনী প্রচারে মোদি-মমতা

৫ এপ্রিল ২০২৪ সকাল ১১:২২:১৯

কোচবিহারে একইদিনে নির্বাচনী প্রচারে মোদি-মমতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কোচবিহার রাজ্যে একইদিনে পাল্টা আক্রমণ করে জনসভা করলেন মমতা ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোদি।

৪ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে এ সভা করেন মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মোদি নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তৃণমূলের মন্ত্রীদের ঘর থেকে নোটের পাহাড় মিলেছে। এরা সবাই মিলে অপরাধীদের বাঁচাতে চান। নাগরিকত্ব আইন বা সিএএ প্রসঙ্গে বলেন, আমরা চাই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহজ হোক। সেখানে আসা-যাওয়া সহজ হোক। কিন্তু টিমসি, বাম আর ইন্ডি (ইন্ডিয়া) জোট অপপ্রচার করছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেছেন, বিজেপি নিজেদের স্বার্থে কেন্দ্রীয় সংস্থার ব্যবহার করে। বিজেপি আদর্শ আচরণবিধি মানে না। কারণ ওটা ওদের ঘরবাড়ি। যার বিয়ে, সেই পুরোহিত বলেও মন্তব্য করেন তিনি।

ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে মমতার অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকে বাংলায় অত্যাচার করেছে। আমি থাকাকালীন ওদের ক্ষমতা নেই যে বাংলার মানুষের গায়ে হাত দেবে। ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) করছে। সিএএ হলো মাছের মাথা।

মুখ্যমন্ত্রী মমতা বিজেপিকে বহিরাগত কটাক্ষ করে বলেন, ওরা চার লাইন বাংলা বলে। আপনারা অবাক হয়ে ভাবেন, আরে দিল্লি থেকে এসে বাংলা বলছে! আসলে টেলিপ্রম্পটারে বাংলা বলে ওরা। আমাদের মতো নয়।

এসবের জবাবে নিজের জনসভার মাঝেই বাংলায় কথা বলেছেন নরেন্দ্র মোদি। উল্টো অভিযোগ করেছেন, বাংলার জন্য যা প্রকল্প আনি, তা তৃণমূল সরকার এই রাজ্য চালু হতে দেয় না।

রাহুলের হাতে নগদ আছে ৫৫ হাজার, ৫ বছরে সম্পত্তি বেড়েছে ৫ কোটি। তৃণমূলসহ যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের কড়া ভাষায় কটাক্ষ করে মোদি বলেছেন, মোদি কড়া এবং বড় সিদ্ধান্ত নিয়েছে ১৪০ কোটি মানুষের কথা ভেবে। দরিদ্র মানুষের কথা ভাবে মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, বিজেপিই পারে বাংলার নারীদের রক্ষা করতে। বাংলা এবং পুরো দেশ দেখেছে সন্দেশখালির অপরাধীদের বাঁচাতে টিমসি কী করেছে। (সূত্র : বিবিসি বাংলা)

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জয়পুরহাটে একসঙ্গে মা-ছেলের গ্রাজুয়েশন
২৪ নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯:১৭


১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:৩২

দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৪৪