• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৬:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৬:২৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে হাবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল

২৩ আগস্ট ২০২৪ সকাল ০৯:৩৭:৪১

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে হাবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল

হাবিপ্রবি প্রতিনিধি: ক্যাম্পাসের অপরাজনীতি ও সকল অপশক্তি রুখে দিতে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয় মশাল মিছিল।

এতে তিন শতাধিক মশালসহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘বাঁধের মুখে বাঁধ চাই, ভারত দেখার সময় নাই’, ‘বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার্স থাকবে নারে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাক ‘, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ভারত নিয়ে আপোস না ‘, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্ত ‘, ‘ন্যায্য পানির হিস্যা, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও’, ‘পানি নিয়ে দাদা গিরি, চলবে না চলবে না’, ‘বয়কট বয়কট, ইন্ডিয়া বয়ক ‘ ইত্যাদি স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক পদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় উক্ত মশাল মিছিল।

মশাল মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচির সার্বিক বিষয় ও ভারত সৃষ্ট রাজনৈতিক এই বন্যার কারণে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বিপর্যস্ত এলাকার মানুষের প্রতি সংহতি জানিয়ে বন্যার্তদের সাহায্যের জন্য ফান্ড কালেকশনে সকলের সহযোগিতা চান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩