পুবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: পুবাইলে ধর্ষণের অভিযোগে গণধোলাইয়ের শিকারের পর গ্রেফতার ইমাম গাজীপুর কারাগারে মারা গেছে।
২৭ এপ্রিল রোববার দিবাগত রাত ৩টায় গাজীপুর জেলা কারাগারে তার মৃত্যু হয়।
নিহত ইমাম রহিজ উদ্দিন (৩৫) কুমিল্লার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। রহিজ হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।
এর আগে, রোববার সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম রহিজ উদ্দিনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে ওই দিনই আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।
গাজীপুর মহানগরীর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, শিশু ও কিশোরদের ধর্ষণের অভিযোগে রোববার এলাকাবাসী রহিজ উদ্দিনকে আটক করে। এরপর উত্তেজিত জনতা তাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয় এবং তার গলায় জুতার মালা দিয়ে ব্যাপক মারধর করে।
পরবর্তীতে ওই ঘটনায় নির্যাতিত এক কিশোরের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ ইমাম রহিজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।
রাত ৩টায় কারাগারে রহিজ উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে নিহতের মরদেহ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, রহিজ উদ্দিনের শরীরে পাবলিক অ্যাসল্টের চিহ্ন ছিল। রাত ৩টায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়, তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available