• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৪:৫১ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৪:৫১ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

তজুমদ্দিনে কালেরসাক্ষী ২৫০ বছরের পুরনো হাজী মসজিদ

২২ মার্চ ২০২৪ দুপুর ০২:২৬:৪০

তজুমদ্দিনে কালেরসাক্ষী ২৫০ বছরের পুরনো হাজী মসজিদ

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের রাজকৃষ্ণসেন এলাকায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে  আছে ২৫০ বছরের পুরনো হাজী মসজিদ। এই মসজিদটিতে গভীর রাত হলে নামাজ পরতে আসেন জ্বীন রা এবং মসজিদটি কবে নির্মাণ হয়েছে কেউ সঠিক করে না বলতে পারলেও কি করে নির্মাণ হয়েছে তা জানিয়েছেন এলাকাবাসী।

২০০ থেকে ২৫০ বছর আগে আরাধন হাজী নামে এক ব্যক্তি নিজের বাড়ির পুকুর থেকে মাটি কেটে সেই মাটি দিয়ে নিজেই ইট তৈরি করে এই মসজিদ তৈরি করেন।

নিজের ভালো লাগা থেকে গত ১০ বছর পর্যন্ত এই মসজিদটিতে বিনামূল্যে নামাজ পরিয়ে আসছেন মোয়াজ্জেম। তখনকার সময়েই এলাকার এই মসজিদটি ছিল সবচেয়ে দৃষ্টিনন্দন স্থাপনা। কারণ এ মসজিদটি ওই এলাকায় প্রথম ইট দিয়ে তৈরি কোন মসজিদ। এই মসজিদে জ্বীন রা নামাজ পড়ে বলে একা কেউ ভয়ে নামাজ পড়তে আসে না।

কালের পরিক্রমায় এই মসজিদটি ভেঙে নতুন একটি মসজিদে নামাজ পড়ার কথা থাকলেও বিভিন্ন ইসলামিক ফতুয়া বিশ্লেষণ করে পরবর্তীতে আর ভাঙ্গা হয়নি মসজিদটি।

বর্তমানে ১০০ গজের মধ্যে দুটি মসজিদেই আলাদা আলাদা ভাবে নামাজ পড়ছেন মুসল্লিরা। তবে এই মসজিদে নামাজ পড়তে আসেন না শিশুরা, শুধু এলাকার কিছু সংখ্যক মুরুব্বী মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। এটিকে এলাকায় কেউ কেউ জিন মসজিদ নামেও চিনে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০